দেশের সর্ববৃহৎ প্রকল্প পূর্বাচল নতুন শহর। সর্বমোট ৬২২৭.৩৬ একর জমি নিয়ে পুর্বাচল নতুন শহর প্রকল্প। এর মধ্যে ঢাকার খিলক্ষেত থানার ১৫০ একর, নারায়ণগঞ্জে ৪৫৭৭.৩৬ একর এবং গাজিপুরের কালিগঞ্জে ১৫০০ একর। প্রকল্পের নারায়ণগঞ্জ অংশে পূর্ব দিকে শীতলক্ষা, পশ্চিম বালু নদী, উত্তরে শীতলক্ষা ও বালুর সংযোগ খাল। প্রকল্পে আনুমানিক ১.৫ মিলিয়ন লোকের বসবাস উপযোগি করে তৈরি করা হচ্ছে। আশা করা হচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার উপর বর্তমান চাপ অনেকাংশে ই কমে যাবে। আরো আশা করা হচ্ছে, কুড়িল-পূর্বাচল লিংক রোডের মাধ্যমে পূর্ব ও উত্তরাঞ্চলের সাথে ঢাকার দ্রুত যোগাযোগ স্থাপন হবে।
পূর্বাচল নতুন শহরের জমি ব্যবহারের চিত্রঃ
প্রকল্পের প্লট বিন্যাস
আবাসিক প্লট ২৬,২১৩ টি
֍ ৩ কাঠা প্লট – ১১,২০৯ টি
֍ ৫ কাঠা প্লট – ১০,৩৬১ টি
֍ ৭.৫ কাঠা প্লট – ২,৬১৮ টি
֍ ১০ কাঠা প্লট – ২,০২৫ টি
অন্যান্য প্লট ৩,৫৬৩ টি
֍ প্রাতিষ্ঠানিক প্লট – ৪৭২ টি
֍ বাণিজ্যিক প্লট – ১,০৩৩ টি
֍ শিক্ষা প্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটিজ ইত্যাদি – ২,০৪৩ টি
֍ এপার্টম্যান্ট ব্লক – ১৫ টি
আবাসিক প্লটের দখল ও লীজ রেজিষ্ট্রির সংখ্যা
֍ বিভিন্ন আয়তনের আবাসিক প্লট সরজমিনে দখল হস্তান্তর সংখ্যা – ২০,১৩০ টি
֍ বিভিন্ন আয়তনের আবাসিক প্লটের লীজ দলিল রেজিষ্ট্রির সংখ্যা – ১৯, ২১৫ টি